নাটোর শহর থেকে পূর্বদিকে আনুমানিক ১০/১২ কিলোমিটার দূরে লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের লোকজন ভেষজ গাছের বাগান করে সফলতা এনেছে। বর্তমানে এ গ্রামের প্রায় ৮০% লোক এ পেশার সাথে জড়িত। প্রায় ১০০ প্রজাতির ঔষধি গুন সম্পন্ন ভেষজ চাষ করে গ্রামের প্রায় দেড় হাজার পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে, পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতি মাসে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ভেষজ গাছ ও উপকরণ বিক্রয় হয়। উৎপাদিত ভেষজ দ্রব্যাদি প্রক্রিয়াজাতকরণ করে ঔষধ ও প্রসাধন শিল্প স্থাপনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS