ট্রেজারী
০১। লক্ষ্য ও উদ্দেশ্য | এখান থেকে জেলার বিভিন্ন অফিস, আদালত, ব্যাংক, পোষ্ট অফিস, এনজিও এবং স্ট্যাম্প ভেন্ডারগণ ও ব্যক্তি বিশেষকে প্রয়োজনে বিভিন্ন ধরণের স্ট্যাম্প চালানের মাধ্যমে সরবরাহ করে সরকারী রাজস্ব আদায় নিশ্চিত করা হয়। |
০২। প্রদেয় সেবা | ১। ষ্ট্যাম্প বিতরণঃ স্থানীয়ভাবে নির্ধারিত সপ্তাহে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার চালানের মাধ্যমে চাহিদা প্রাপ্তির পর স্ট্যাম্প বিতরণ করা হয়। ২। পরিক্ষার প্রশ্নপত্র বিতরণঃ বিভিন্ন প্রকার পরিক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ করা হয়। ৩। অলিখিত পাসপোর্ট ষ্ট্যাম্প বিতরণঃ অলিখিত পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন বাদে যে কোন দিন পাসপোর্ট বহি বিতরণ করা হয়ে থাকে। ৪। স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স নবায়নঃ চলতি বৎসরের ডিসেম্বর মাস হতে পরবর্তী বৎসরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত নবায়ন ফি জমা নেয়া হয় এবং লাইসেন্স নবায়ন করা হয়ে থাকে। ৫। নতুন ভেন্ডারশীপ লাইসেন্স প্রদানঃ শাখায় আবেদন পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে আবেদনগুলো চারিত্রিক প্রতিবেদনের মধ্যে জেলা বিশেষ শাখায় প্রেরণ করা হয়। প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্ট নিয়মে কর্তৃপক্ষ বরাবরে উপস্থাপন করা হয়ে থাকে। |
০৩। সেবা গ্রহণকারী | বিভিন্ন অফিস, আদালত, ব্যাংক, পোষ্ট অফিস, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্ট্যাম্প ডেন্ডারগণ ও ব্যক্তি বিশেষ। |
০৪। কিভাবে সেবা দেয়া হয় | অফিস সময় সকাল ৯.০০ টা হতে বেলা ২.০০টা পর্যন্ত বিভিন্ন অফিস, আদালত, ব্যাংক, পোষ্ট অফিস, এনজিও, স্ট্যাম্প ভেন্ডারগণ ও ব্যক্তি বিশেষ ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে চালানের কপি এ শাখায় দাখিল করবেন। তৎপ্রেক্ষিতে স্ট্যাম্প বিতরণ করে সেবা প্রদান করা হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন বাদে যে কোন দিন পাসপোর্ট বিতরণ করে সেবা প্রদান করা হয়ে থাকে। চলতি বৎসরের ডিসেম্বর মাস হতে পরবর্তী বৎসরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত নবায়ন ফি জমা নেয়া হয় এবং লাইসেন্স নবায়নপূর্বক সেবা প্রদান করা হয়ে থাকে। শাখায় আবেদন পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে আবেদনগুলো চারিত্রিক প্রতিবেদনের জন্য জেলা বিশেষ শাখায় প্রেরণ করা হয়। প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্ট নিয়মে কর্তৃপক্ষ বরাবরে উপস্থাপন করা হয়ে থাকে। পরীক্ষার প্রশ্নপত্র বিতরণঃ সকল পরীক্ষার প্রশ্নপত্র ট্রেজারিতে জমা থাকে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে তা বিতরণ করা হয়ে থাকে। |
০৫। অসুবিধা থাকলে অভিযোগের প্রক্রিয়া | কোন সমস্যা/অভিযোগ থাকলে সরাসরি ট্রেজারি অফিসারকে জানান। |
০৬। সেবা গ্রহণকারীদের কাছে প্রত্যাশা | সেবা গ্রহণকারীগণ নির্ধারিত সময়ে যথানিয়মে স্ট্যাম্প ও প্রশ্নপত্র গ্রহণ করবেন। |
0
ইমেইল |
: |
|
ফোন |
: |
/ |
মোবাইল |
: |
|
ফ্যাক্স |
: |
০৭৭১-৬২৩১৬ |
ডাক ঠিকানা : |
: |
কক্ষ নম্বর: /, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর । |
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS