Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চলনবিন এলাকায় বিনা চাষে রসুনের আবাদ
বিস্তারিত

নাটোর জেলায় ধান, গম ও অন্যান্য ফসলের পাশাপাশি বর্তমানে বিনাচাষে রসুন চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলাসহ অন্যান্য এলাকায় ১২,৩৬০ হেক্টর জমিতে বিনাচাষে রসুন চাষ হচ্ছে।  ধান কিংবা গমের চাইতে এ ফসলে উৎপাদন খরচ কম এবং অধিক উৎপাদনশীল হওয়ায় কৃষকরা এই এলাকার পরিবেশের সাথে সংগতিপূর্ন নতুন এই পদ্ধতিতে রসুন চাষে ক্রমাগত উৎসাহিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে চলনবিল এলাকার কৃষি পরিবেশের পরিবর্তনের সাথে সাথে এ এলাকার কৃষকগন তাদের নিজেদের জ্ঞান প্রয়োগ করে বিনাচাষে রসুন চাষ আয়ত্ব করে চলেছে ।