Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিল্প ও বাণিজ্য

শিল্প ও বাণিজ্য

নাটোর সুগার মিল্স লি:

নাটোর সুগার মিলস্ লিঃ নাটোর সদর উপজেলার নাটোর শহরের অতি নিকটবর্তী স্থানে অবস্থিত। হেভি মেকানিক্যাল কমপ্লেক্স, তক্ষশিলা, পাকিস্তান হতে ক্রয়কৃত মিলটি ১৯৮২ সালে স্থাপিত হয় এবং ১৯৮৪-১৯৮৫ সালে প্রথম উৎপাদন শুরু করে। এর দৈনিক আখ মাড়াই ক্ষমতা ১,৫০০ মেট্রিক টন এবং বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন।

কারখানা ও কলোনী এবং ফার্ম/ইক্ষু ক্রয় কেন্দ্রে মোট ৯৭.৫৫ একর জমি রয়েছে। নাটোর সুগার মিলে ১,০৮৪ জন কর্মকর্তা, স্থায়ী ও মৌসুমী কর্মচারী এবং শ্রমিক কর্মরত রয়েছে।

এ মিল জোন এলাকায় আবাদযোগ্য জমির পরিমান প্রায় ৫৩ হাজার একর। এলাকায় পর্যাপ্ত পরিমান আঁখ চাষ হওয়ায় এখানকার চাষীদের আঁখ একমাত্র অর্থকরী ফসল। মিল জোন এলাকায় ৫২ টি ইক্ষু ক্রয়কেন্দ্র রয়েছে।

ডিজিটাল পুর্জি প্রোগ্রামের জন্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা আন্তর্জাতিকভাবে ‘‘মার্কস’’ ২০১০ পুরস্কারে ভূষিত হয়েছে।

যোগাযোগ:

ফোন - ০৭৭১-৬২৩৭৭, ফ্যাক্সঃ ০৭৭১-৬২৩৭৭

মেইল - natoresm@gmail.com


 

নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ

নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ নাটোর জেলার লালপুর উপজেলা সদর গোপালপুর-এ অবস্থিত। এটি ১৯৩৩ সালে স্থাপিত বাংলাদেশের চিনি শিল্পের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। তৎকালে এ মিলের মালিকানা ব্যক্তিগত ছিল, যার মালিক ছিলেন মেসার্স সুরুজমাল ও নাগরমাল। পরবর্তীতে ১৯৬৫ সালে মিলটি রাষ্ট্রীয় মালিকানায় আসে। জাভা হতে ক্রয়কৃত পুরাতন এ মিলটিতে ১৯৮৪ সাল হতে ১৯৯০ সালের মধ্যে মিলের মাড়াই ক্ষমতা বাড়িয়ে দৈনিক ১,২২০ মেট্রিক টন হতে বাড়িয়ে ১,৫০০ মেট্রিক টন করা হয়েছে। বর্তমানে মিলের বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন।

এ মিল জোন এলাকায় আবাদযোগ্য জমির পরিমান প্রায় ৫০ হাজার একর, চাষী সংখ্যা প্রায় ৩৫-৪০ হাজার। এ এলাকায় পর্যাপ্ত পরিমাণ আঁখ চাষ হওয়ায় এখানকার চাষীদের আঁখ একমাত্র অর্থকরী ফসল। মিলের ৮টি নিজস্ব খামার রয়েছে যার মোট জমির পরিমাণ ৪,৮৭৮ একর। কারখানা ও আবাসিক এলাকা; ১৮টি আঁখ ক্রয় কেন্দ্র এবং বাণিজ্যিক খামার মিলিয়ে মিলের নিজস্ব জমির পরিমান ৪,৯৫৯.৬২৭৫ একর।

নর্থ বেঙ্গল সুগার মিলে ১,২৩৮ জন কর্মকর্তা, স্থায়ী ও মৌসুমী কর্মচারী এবং শ্রমিকের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে সব মিলিয়ে ৯৭০ জন কর্মরত রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের সুবিধার্থে মিল এলাকায় নিজস্ব ব্যবস্থাপনায় ১টি ট্রেনিং কমপ্লেক্স, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি ক্লাব, ১টি চিকিৎসা কেন্দ্র এবং ৬০১টি আবাসন রয়েছে।

গত মৌসুমে নিজস্ব খামার হতে ৩৪,০০০ মেট্রিক টন আখ সরবরাহ পাওয়া গেছে। বিগত মাড়াই মৌসুমে ২,৫০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ১৯,১২৫.০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও ২,৫৯,৩১২ মেঃ টন আখ মাড়াই করে ১৯,৯৬৩.৭০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।

স্বাধীনতা উত্তরকাল হতে সুগার মিলটি আর্থ সামাজিক উনয়ন কার্যক্রমের আওতায় মিলজোন এলাকায় রাস্তা ঘাট, কালভার্ট তৈরীর জন্য ১০.৪৮ কোটি টাকা এবং শিক্ষা কার্যক্রমের সহায়তা হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪২.৮৭ লক্ষ টাকা অনুদান হিসেবে ব্যয় করেছে।

যোগাযোগঃ

ফোন - ০৭৭২৫-৭৫০২২


 

যমুনা ডিষ্টিলারী লিমিটেড

নাটোর জেলা শহরের অতি নিকটবর্তী স্থানে নাটোর সুগার মিলস্ লিঃ সংলগ্ন এলাকায় যমুনা ডিষ্টিলারী লিমিটেড অবস্থিত। শিল্প প্রতিষ্ঠানটি মূলতঃ সুগার মিল সমূহের চিটাগুড়(মোলাসেস) প্রক্রিয়া করে প্লেইন স্পিরিট উৎপাদন করে থাকে। গণপ্রজাতন্ত্রী চীন-এর চায়না ন্যাশনাল কেমিক্যাল কমপ্লেক্স কর্পোরেশন-এর প্রযুক্তিতে ১৯৮৯ সাল হতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।

যমুনা গ্রুপের মালিকানাধীন এ ডিষ্টিলারীজের দৈনিক উৎপাদন ক্ষমতা ১০,০০০ লিটার। নাটোরে দু’টি সুগার মিল থাকায় কাঁচামালের সহজলভ্যতার কারণে মিলটি এখানে স্থাপিত হয়ে থাকতে পারে বলেই প্রতীয়মান হয়। মিলে বর্তমানে কর্মরত লোকবল ১১০ জন।

যোগাযোগঃ

ফোন - ০৭৭১-৬২৪৫২

 

 

নবতি ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড

নাটোর জেলা শহরের উপকন্ঠে দত্তপাড়া বিসিক নগরীতে  নবতি ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড অবস্থিত। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন মডেলের কৃষিকাজে ব্যবহৃত স্প্রে মেশিন তৈরী করে আসছে। এ দেশের কৃষকদের কাছে নবতি স্প্রেয়ার খুবই পরিচিত। নবতি’র উৎপাদিত স্প্রেয়ার, ন্যাপস্যাক স্প্রেয়ার এবং ফুটপাম্প স্প্রেয়ার যে কোন ফসলে, আম বা লিচু গাছে এবং চা বাগানে সকল প্রকার বালাইনাশক প্রয়োগের জন্য খুবই উপযুক্ত ও নির্ভরযোগ্য।

এ প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য উন্নতমানের, মজবুত এবং টেকসই। সব ধরনের যন্ত্রাংশই নিজস্ব কারখানায় উৎপাদিত হয় বলে সহজলভ্য। তাছাড়া প্রতিষ্ঠানটি সরাসরি কৃষকদের কারিগরী পরামর্শ ও বিক্রোয়ত্তোর সেবা দিয়ে থাকে। স্প্রেয়ার সম্পর্কে কোন তথ্য জানতে তাদের সাথে সরাসরি ০১৭৩০০৭৩২৩৪-৪৩ মোট ১০টি মোবাইল নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।

যোগাযোগঃ

প্রধান অফিস ওকারখানা

বিসিক শিল্প নগরী

দত্তপাড়া, পোষ্ট বক্স-৭

নাটোর-৬৪০০, বাংলাদেশ

Email : naboti.natore@gmail.com

ফোনঃ ০৭৭১-৬২৯৪৬, ০৭৭১-৬১২৭১, ০৭৭১-৬১২৭২

ঢাকা অফিস

১৬/১, কাঠালদিয়া, স্কুইব রোড

টঙ্গী শিল্প এলাকা, গাজীপুর, ঢাকা

ফোনঃ ০২-৯৮১৩৭২৭

Email : nabotiinfo@naboti.com

www.naboti.com





 

প্রাণ এগ্রোঃ লিমিটেড

 

নাটোর জেলা শহরের অনতিদূরে একডালা নামক স্থানে দেশের অন্যতম প্রাণ এগ্রো লিঃ এর ফল ও সবজী প্রক্রিয়াজাতকরন কারখানা রয়েছে। এখানে ফ্রুট পাল্পিং, ফ্রুট ম্যাজিক, টমেটো সস কেচআপ, আইচ পপ ড্রিংক্স, আচার ও চাটনী প্রসেসিং, মসলা প্রসেসিং, বাদাম ও ডাল প্রসেসিং, প্লাস্টিক মল্ডিং, মাস্টার্ড ওয়েল, স্নাক্স লাইন, কনফেকশনারী, প্রাণ ডেইরী, লাচ্ছা সেমাই ও পাপড় প্রসেসিং মাধ্যমে উৎপাদিত হয়।

 

এ প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকার প্রায় ২,৫০০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যার ৮০ ভাগ নারী।

 

যোগাযোগঃ www.pranagro.net