এলাকার বিনোদন ধর্মীয় অনুষ্ঠানঃ
পালাগানঃ জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় অনুষ্ঠানে যেমনঃ চৈত্র সংক্রান্তি, রথযাত্রা, পৌস পার্বন, বাস্তপূজা, কালিপূজা, দশহারা, শিবরাত্রি, মহরম, পৌষ সংক্রান্তি ইত্যাদিতে পালাগান অনুষ্ঠিত হয়ে থাকে।
যাত্রাঃ বিভিন্ন ধর্মীয় উৎসব যেমনঃ দুর্গাপূজা, কালিপূজা উপলক্ষ্যে যাত্রা গান অনুষ্ঠিত হয়ে থাকে।
মেলাঃ জেলার বিভন্ন স্থানে প্রতি বছর চড়ক মেলা, চৈত্র সংক্রান্তির মেলা, নৌকা বাইচ মেলা, পৌষমেলা, বৃক্ষমেলা, কৃষিমেলা, বইমেলা, বৈশাখী মেলা ঈদ মেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে।
নাটোর জেলার খেলাধুলা ও মাঠের তথ্যঃ
জেলায় বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও বিবরণঃ- ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকস। এ খেলাগুলো অত্র জেলায় প্রচলন আছে।
খেলাধুলার স্থানঃ জেলা ও উপজেলা সদরে অবস্থিত স্টেডিয়াম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে উল্লেখিত খেলাধুলা অনুষ্ঠিত হয়।
খেলাধূলার মাঠ, স্টেডিয়ামের অবস্থানঃ
নাটোর জেলায় মোট ১২০টি মাঠ রয়েছে। এগুলো উপজেলা সদরে পাইলট স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত। নাটোর জেলায় ০২ টি স্টেডিয়াম রয়েছেঃ
১। নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম, নাটোর সদর।
২। লালপুর উপজেলা স্টেডিয়াম, লালপুর, নাটোর।
বাৎসরিক অনুষ্ঠিত খেলার বিবরণঃ
নাটোর জেলায় ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন এবং এ্যাথলেটিকস খেলা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস