নাটোর জেলার উল্লেখযোগ্য নদ-নদীর মধ্যের রয়েছে মুসাখান, নন্দকুঁজা, বারনই, গোদাই, বড়াল, খলিসাডাঙ্গা, গুনাই, নারদ নদ।
মুসাখানঃ মুসাখান নদীর দৈর্ঘ্য ২৫ কিমি। এই নদী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা থেকে শুরু হয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা হয়ে আবার নাটোর জেলার সদর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
নন্দকুঁজাঃ নন্দকুঁজা নদীর দৈর্ঘ্য ৮৯ কিমি। এই নদী রাজশাহী জেলার চারঘাট, বাঘা উপজেলা ও নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ।
বরনইঃ বরনই নদীর দৈর্ঘ্য ৯৩ কিমি। এই নদী নাটোর জেলার নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।
গোদাইঃ গোদাই নদীর দৈর্ঘ্য ২৬ কিমি। এই নদী নাটোর জেলার সদর ও সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।
বড়াল নদীঃ বড়াল নদীর দৈর্ঘ্য ৮৯ কিমি। এই নদী রাজশাহী জেলার চারঘাট, বাঘা উপজেলা ও নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ।
খলিসা ডাঙ্গা নদীঃ খলিসাডাঙ্গা নদীর দৈর্ঘ্য ১৭ কিমি। এই নদী নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।
নারদ নদঃ নারদ নদের দৈর্ঘ্য ১৮ কিমি। এই নদ নাটোর জেলার সদর ও সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস