Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

নাটোর জেলা পরিষদ কর্তৃক প্রদেয় সেবা সমূহ

  • যোগাযোগ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের নিমিত্তে বিভিন্ন প্রকার অবকাঠামো নির্মাণ
  • 
সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও জাতিয় কর্মসূচী সেক্টরের উন্নয়নে এককালীন আর্থিক অনুদান প্রদান
  • 
মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
  • 
অসচ্ছল মুক্তি যোদ্ধাদের আর্থিক অনুদান
  • 
দারিদ্র বিমোচন
  • 
ডাক বাংলো সেবা
  • 
ত্রাণ কার্যক্রম
  • 
জ্ঞান প্রসারের নিমিত্তে লাইব্রেরী স্থাপন
  • 
বয়স্ক শিক্ষা কার্যক্রম
  • 
সামাজিক সেবা কার্যক্রম (বিশুদ্ধ পানি সরবরাহের নিমিত্তে নলকূপ স্থাপন)
  • 
প্রশিক্ষণ কার্যক্রম





সেবা প্রাপ্তির আবেদন

01. সেবা প্রাপ্তির আবেদন স্বয়ং সম্পূর্ণ হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শাখা কর্মকতার নিকট তথ্য পাওয়া যায়।

02. জেলা পরিষদে পত্র গ্রহন শাখায় আবেদন প্রাপ্তির স্বীকার তাৎক্ষণিকভাবে দেয়া হয় ।

03. জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভা প্রতি মাসে অনুষ্ঠিত হয়।

04. তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রাপ্তির আবেদন ব্যতিত অন্য কোন সেবা প্রাপ্তি আবেদন দাখিলের জন্য কোন টাকা গ্রহণ করা হয়না।

05. সেবা প্রাপ্তির আবেদন/বিষয় নিস্পতির চার্ট
































































































সেবা গ্রহীতাসেবার বিবরনপ্রার্থীত সেবা প্রাপ্তির সর্বোচ্চ সময়মত্মব্য
জনগণজেলা পরিষদের ব্যবহার যোগ্য জমি একসনা ইজারা হাজিরা নবায়নপ্রার্থীত সেবা প্রাপ্তির সর্বোচ্চ সময় 
জনগণজেলা পরিষদের ব্যবহার যোগ্য জমি একসনা ইজারা প্রাপ্তির নবায়নশাখায় আবেদন প্রাপ্তির পর তদনত্ম এবং জেলা পরিষদের সমন্বয় সভায় অনুমোদনের পর ১০ কার্য দিবসের মধ্যে 
জনগণজেলা পরিষদের ব্যবহার যোগ্য জমি একসনা ইজারা নবায়নশাখায় আবেদন প্রাপ্তির পর তদনত্ম এবং জেলা পরিষদের সমন্বয় সভায় অনুমোদনের পর ১০ কার্য দিবসের মধ্যেঅবেদনে জমির তপশিল, আবেদন কারীর নাম ঠিকানা স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে।
জনগণজেলা পরিষদের পুকুর বা খেয়াঘাট ইজারাইজারা বিজ্ঞপ্তিতে প্রকাশিত সময় সহ ইজারাদর কর্তৃক ইজারা অর্থ সম্পূর্ণ পরিশোধের ৩ দিনের মধ্যে 
জনগণমেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানবিজ্ঞপ্তি তে প্রকাশিত আবেদন গ্রহনের শেষ তারিখের ৪৫ দিনের মধেবিজ্ঞপ্তিতে চাহিত কাগজাদি আবেদনের সাথে থাকতে হব্ে‌
জনগণক্রীড়া/সাংস্কৃতিক/জাতীয় কর্মসূচী /ধর্মীয়/ সামাজিক কল্যাণমূলক খাতে অনুদান প্রদানবরাদ্দ থাকা সাপেক্ষে শাখায় প্রসত্মাব প্রাপ্তি পর মাসিক সমন্বয় সভায় অনুমোদনের ১০ দিনের মধ্যেসরকারী প্রতিষ্ঠান ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানের আবেদন নিজ প্রতিষ্ঠানের প্যাডে । কমিটি থাকলে তার সংশ্লিষ্ট আবেদনের জন্য কমিটির সিদ্ধানত্মসহ কার্র্যবিবরণী। 
ব্যক্তিগত চিকিৎসা সহায়তার আবেদন হলে আবেদনকারীর ছবি, অসুস্থ্যতার সপক্ষে সকল মেডিক্যাল কাগজাদি সংযুক্ত থাকতে হবে। আবেদনে মাননীয় জন প্রতিনিধি বা ইউএনও বা তদুর্ধ কর্মকর্তার সুপারিশ থাকতে হবে।য
জনগণঅবকাঠামো নির্মান/মেরামত ও নারী উন্নয়ন ও দারিদ্র নিরসন ইত্যাদির জন্য প্রকল্প প্রসত্মাবনা প্রাপ্তিবাজেট থাকা এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনা সাপেক্ষে প্রকল্প গৃহীত হবে। প্রকল্প তালিকা জেলা পরিষদ সমন্বয় সভায় অনুমোদন, মন্ত্রণালয়ে প্রেরণ এবং অনুমোদন প্রাপ্তির পর প্রকল্প বাসত্মবায়ন কার্যক্রম শুরু হবে। 
জনগণঠিকাদারী লাইসেন্স প্রাপ্তির আবেদনলাইসেন্স প্রাপ্তির আবেদন প্রাপ্তি পরে সমন্বয় কমিটির সিদ্ধানেত্ম পর ৭ দিনের মধ্যেসুস্পষ্ট ঠিকানাসহ প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করতে হবে। জাতীয় পরিচয় পত্র, ভ্যাট এবং আইটি নিবন্ধন সনদ,ব্যাংক হিসাব পরিচালনা সংক্রানত্ম কাগজ এবং কোন পূর্ব অভিজ্ঞতা থাকলে সে সংক্রানত্ম কাগজ সংযুক্ত করতে হবে।
জনগণঠিকাদারী লাইসেন্স নবায়নের আবেদনলাইসেন্স প্রাপ্তির আবেদন প্রাপ্তির পরে সমন্বয় কমিটির সিদ্ধানেত্ম পর ৭ দিনের মধ্যে।সুস্পষ্ট ঠিকানাসহ প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করতে হবে। জাতীয় পরিচয় পত্র, ভ্যাট এবং আইটি নিবন্ধন সনদ, লাইসেন্স সংযুক্ত করতে হবে।
জনগণঠিকাদারের প্রাপ্য পাওনাআবেদন প্রাপ্তি ১০ দিনের মধ্যে। 
জনগণঅডিটোরিয়াম ভাড়ানআবেদন প্রাপ্তির পর ২৪ ঘন্টার মধ্যে। 
জনগণডাকবাংলোর সিট প্রাপ্তির আবেদনআবেদন প্রাপ্তির পর ২৪ ঘন্টার মধ্যে। 
জনগণঅভিযোগতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ৩ দিনের মধ্যে। 
জনগণতথ্যতথ্য অধিকার আইনে বর্ণিত সময়ের মধ্যে।