কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
নাটোরে পাখি শিকারের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ১২/০১/২০১৮ তারিখ বিকেলে ২ জনকে ৬ মাসের ও ১জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম এবং জাহিদ হাসান। দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলার দস্তানাবাদ এলাকার বাসিন্দা।
এসময় ১টি এয়ারগান ও ৩২টি মৃত পাখি জব্দ করা হয়
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আজ বিকেলে সদর উপজেলার আগদিঘা এলাকায় তিনজন পাখি শিকারী ইয়ারগান দিয়ে পাখি শিকার করে। এসময় গোপন সংবাদে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
এসময় শরিফুল ও আরিফুল ইসলামকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী ৬মাস করে এবং জাহিদ হাসানকে একমাসের কারাদন্ড প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস