Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভূমি হুকুমদখল
বিস্তারিত

ভূমি হুকুমদখল


নাগরিক সেবা

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদানেরপদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবাপ্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১

ভূমি হুকুম দখল সংক্রান্ত

প্রত্যাশী সংস্থার নিকট হতে এল.এ ম্যানুয়াল এর বিধান মতেসংশ্লিষ্ট সকল কাগজাদি সঠিকভাবে প্রাপ্ত হলে প্রস্তাবিত ভূমি এল,এ, ম্যানুয়াল এর সকল বিধান অনুসরণপূর্বকঅধিগ্রহণ করে প্রত্যাশী সংস্থার নিকট দখল হস্তান্তর করা হবে।

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ১৯৮২ এবং স্থাবর সাম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়াল ১৯৯৭ এর নির্ধারিত সময়সীমার মধ্যে

প্রস্তাবেকোন ভুল ক্রটি থাকলে তা সংশোধনের জন্যপ্রত্যাশী সংস্থার সহিতযোগাযোগক্রমে পূর্ণাঙ্গ ও সঠিক প্রস্তাব প্রাপ্তিসাপেক্ষে অধিগ্রহণকার্যক্রম সম্পন্ন করা হবে।

০২

হুকুম দখলকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা পরিশোধপ্রসঙ্গে।

আবেদনকারীযথা নিয়মে মালিকানা সংক্রান্ত সকলকাগজাদিসহ আবেদন করার পর তার আবেদনসঠিক পাওয়া গেলে নির্ধারিত ক্ষতিপূরণের টাকাপরিশোধ করা হবে।

৬০ (ষাট) দিন

কোনআপত্তি পাওয়া গেলে কিংবা স্বত্বের বিষয়ে কোনজাটিলতার উদ্ভব হলে তাআইনানুগ ভাবে নিষ্পত্তি হওয়ার পর ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে।

০৩

হুকুম দখলকৃত ভূমির সংবাদের তথ্য প্রদান প্রসঙ্গে।

আবেদনকারী বিধি মতে তথ্য পাওয়ার উপযোগী হলে তথ্যসরবরাহের জন্য সংশ্লিষ্ট নথি জেলা রেকর্ডরুমে প্রেরণ করা হবে।

১৫ (পনের) দিন

সেবা প্রদান না করার কারণ উল্লেখ পূর্বক জেলারেকর্ডরুমের মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে।

 

 

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আবেদনের সাথে যে সকল কাগজাদি/তথ্যাদি দাখিল করতে হবেঃ

 

নাটোর জেলার আওতায়ভূক্ত অধিগ্রহণকৃত ভূমির মালিক/স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণকে জানানো যাচ্ছে যে, ক্ষতিপূরণের টাকা ভূমি অধিগ্রহণ শাখা হতে উত্তোলনের পূর্বে স্বত্ব প্রমাণের জন্য আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজাদি/তথ্যাদি জমা দিতে হবেঃ

০১। এসএ পর্চা (আরওআর)

০২। দলিল/ভায়া দলিল (এসএ মালিক হতে ক্রয়/ বিক্রয় হলে এবং একাধিকবার ক্রয়/বিক্রয় হলে সে ক্ষেত্রেধারাবাহিকভাবে ভায়া দলিলসমূহ আবশ্যক)।

০৩। নাম জারিও জমা খারিজ পর্চা (মিউটেশন)।

০৪। ডি ডি আর।

০৫। হাল সন পর্যন্ত খাজনার দাখিলা।

০৬। মাঠ পর্চা।

০৭। নাগরিক সনদ পত্র ।

০৮। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (১ কপি)।

০৯। কার্টিজ পেপারে দরখাস্ত।

১০। ওয়ারিশান সনদপত্র (প্রয়োজনীয় ক্ষেত্রে)।

১১। ১৫০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গিকারনামা।

১২। প্রয়োজনীয় ক্ষেত্রে ১৫০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে না দাবীনামা সনদ পত্র আবশ্যক (একাধিক ওয়ারিশ থাকলে)

১৩। ১৯৬২ সনের পরে সিএস দাগে দলিল হলে এবং এসএ দাগ উল্লেখ না থাকলে সেক্ষেত্রে উক্ত সিএস দাগে এসএ দাগকত হবে তা রাজস্ব মহাফেজখানা হতে সংগ্রহকৃত তথ্য ফরম আবশ্যক (ইনফরমেশন স্লিপ)

১৪।এসএ রেকর্ড সূত্রে জমির দাবীদার হলে এবং এসএ রেকর্ডীয় মালিক মৃত্যুবরণকরলে মৃত ব্যক্তির ওয়ারিশানকে মুসলীম ফরায়েজ প্রদর্শন করা আবশ্যক।

১৫। উপরোক্ত দালিল/ কাগজপত্র ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে আরও তথ্য প্রয়োজন হলে সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবা তার উর্দ্ধতন কর্মকর্তার পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য যে, উপরে বর্ণিত সকল কাগজ পত্র/দলিলদস্তাবেজ এর মূলকপি নিরীক্ষার জন্য দাখিল করা আবশ্যক।


কার্যক্রম

- প্রত্যাশী সংস্থার জন্য আবশ্যকীয় ভূমি অধিগ্রহণ করা এবং গেজেট বিজ্ঞপ্তি জারি করার ব্যবস্থা করা
- অধিগ্রহণের পূর্বে আবশ্যকীয় তদন্ত করা
- ক্ষতিপূরণ ধার্য করা
- ভূমি অধিগ্রহণের জন্য মালিকদের ক্ষতিপূরণ দেয়া
- বাড়ি ঘর রিকুইজিশন করা
- সরকারি অফিস ও শিল্প প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ করা
- অধিগ্রহণকৃত ভূমি আবশ্যক ক্ষেত্রে মালিকদের প্রত্যর্পণ সম্পর্কিত কাজ
- ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যে কোন জটিলতা নিরসনে বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করা
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম


যোগাযোগ

ইমেইল

:

/

ফোন

:

০৭৭১-৬৬৩০৯

মোবাইল

:

/

ফ্যাক্স

:

০৭৭১-৬২৩১৬

ডাক ঠিকানা :

:

কক্ষ নম্বর: /,  জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর ।