Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জুডিশিয়াল মুন্সিখানা
বিস্তারিত

জুডিশিয়াল মুন্সিখানা


নাগরিক সেবা

ক্রমিক

সেবা/পরিসেবার নাম সেবা প্রদানের পদ্ধতি

ডিটেন্যুদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাতের অনুমতি প্রদান।

১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ডিটেন্যুদের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের পিতা-মাতা, স্ত্রী, পুত্র- কন্যা বা আত্মীয়-স্বজন কর্তৃক জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। ডিভিশন প্রাপ্ত ডিটেন্যুদের বেলায় মাসে দু’বার এবং সাধারণ ডিটেন্যুদের ক্ষেত্রে মাসে একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাক্ষাতের সুযোগ আছে। এ বিষয়ে প্রত্যেকবার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার মতামত প্রয়োজন হয়।

জেল খানায় আটক হাজতী/ কয়েদীদের হাসপাতালে প্রেরণের অনুমতি প্রদান।

হাজতী বা কয়েদীদের চিকিৎসার জন্য জেল কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাসপাতালে চিকিৎসার জন্য অনুমতি দেয়া হয়।

     

কারাগারে আটক হাজতী/ কয়েদীদের জমি বিক্রয়ের দলিল নিবন্ধনের অনুমতি প্রদান।

কারাগারে আটক হাজতী বা কয়েদীদের জমি বিক্রয়ের দলিল নিবন্ধনের অনুমতি প্রদান করা হয়। এছাড়া ব্যাংক হতে টাকা উত্তোলনের ক্ষেত্রেও অনুমতি প্রদানের বেলায় হাজতী বা কয়েদী জেল কর্তৃপক্ষের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন প্রেরণ করলে অনুমতি প্রদান করা হয়।

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ

সর্বসাধারণ কর্তৃক যে সকল আবেদন পাওয়া যায় সেগুলো পর্যালোচনা করে অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ সুপার, সংশ্লিষ্ট ইউএনও বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

সরকারী কৌশুলীর অতিরিক্ত হিসেবে আইনজীবি নিয়োগের আবেদন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ ।

সরকারী মোকদ্দমাসমূহ পরিচালনার জন্য সরকারী কৌশলীর সহযোগীতা করার লক্ষ্যে ন্যায় বিচারের স্বার্থে মামলার সংবাদদাতা নিজ খরচে বিজ্ঞ কৌশলীর মামলা পরিচালনার ব্যয় বহন করার শর্তে আবেদন করলে বিজ্ঞ সলিসিটর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

- নির্বাহী ম্যজিস্ট্রেসী বিষয়ক কার্যক্রমের সমন্বয় সংক্রান্ত কার্যক্রম।
- বিজ্ঞ দায়রা জজ আদালতের তলব মোতাবেক মামলার নথি প্রেরণ সংক্রান্ত কার্যক্রম।
- ভ্রাম্যমান আদালত/উচ্ছেদ করণ/বিভিন্ন পরীক্ষা/বিভিন্ন নির্বাচন সংক্রান্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কার্যক্রম।
- কবর হতে লাশ উত্তোলনের প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কার্যক্রম।
- নোটারী পাবলিক সংক্রান্ত কার্যক্রম।
- সরকারি উকিলদের নিয়োগ, ভাতা, সম্মানী ও বিল পরিশোধ সংক্রান্ত কার্যক্রম।
- ভিকটিমদের সাথে সাক্ষাত সংক্রান্ত কার্যক্রম।
- আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু, নবায়ন ও বাতিল সংক্রান্ত কার্যক্রম।
- এসিড লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম।
- মহামান্য সুপ্রীমকোর্ট/হাইকোর্ট কর্তৃক মিস, রিভিশন, আপীল ও রীট পিটিশন সংক্রান্ত কার্যক্রম।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।


যোগাযোগ
জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর ।
শাখার ফর্মসমূহ
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা